আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

ডেক্স নিউজ – অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের বাড়িতে অভিযান শেষ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  ঘটনাস্থল ত্যাগ করে । এদিকে আইন-শৃংখলা বাহিনী হামলাকারী ফয়জুলের মামা ফজলুল রহমানকে আটক করে নিয়ে যায়।  তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারী ফয়জুলের পাশের বাড়ি থেকে তার মামা ফজলুল রহমানকে আটক করেছে । তার বয়স আনুমানিক ৪২-৪৩।’
ফয়জুলদের বাড়িতে র‌্যাবের অভিযানের দিন শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের ফেস্টিভ্যালে ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল। পরে শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে সে এখন আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আছে।

আরো জানা যায় , পুলিশ হামলাকারীর মামা ফজলুলের ঘর থেকে একটি ল্যাপটপ জব্দ করেছে।ার একটি রুম থেকে আলামত হিসেবে জিহাদী বই , ছুরি এবং বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছে । আটকের পর ফজলুল পুলিশকে জানান, হামলাকারী ফয়জুলের একটি মোবাইলের দোকান আছে। দোকানটি সিলেট বন্দরবাজার করিম উল্লাহ মার্কেটে অবস্থিত।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়—সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের হাফিজ আতিকুর রহমান তার স্ত্রী, ছেলে হাসান, আবুল ও ফয়জুলকে নিয়ে শেখ পাড়ার ওই বাড়িতেই থাকেন। তারা দুই বছর আগে প্রায় পাঁচ ডিসিমেল জায়গা টিনশেডের একটি বাড়ি তৈরি করেন। হাফিজ আতিকুর রহমান সদর উপজেলার টুকেরবাজারের জামেয়া শাহ খুররম মুখলেসিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। এলাকার মানুষের সঙ্গে তাদের একবারেই যোগাযোগ নেই। এমনকি বাড়ির ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য বিশাল আকারের একটি গেটও লাগানো হয়। আর গেটের সঙ্গে লাগানো হয় আলাদা কাপড়। এমনকি দিনের বেলায় বাড়িটির বেশির ভাগ জানালা বন্ধ থাকে।

‘মুতালিব ও কাচা মঞ্জিল’ হামলাকারী ফয়জুলদের বাড়িস্থানীয়রা আরও জানান—ফয়জুল মাদ্রাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতো। তবে কোন মাদ্রাসায় পড়ে, সে বিষয়ে এলাকার কেউ জানাতে পারেননি। ফয়জুল শেখপাড়া এলাকার মসজিদকে হানাফি মাজহাবের মসজিদ দাবি করে নিজে এই মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকে ।

পরিবারটির এমন চাল-চলন গতিবিধীতে সকলেই সন্দহ করলেও । এহেন হামলা চালাতে পারে সে পরিবারের কেউ তা ভাবতে পারেনি কেউ ।

 

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :