আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্

ডেক্স নিউজ – নতুন মন্ত্রিসভার ৪৬ জন সদস্যের প্রত্যেকের জন্য একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার। ২০১৬ সালের মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ,অন্য মন্ত্রীদের প্রয়োজনে একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
,
এসব কর্মকর্তাদের নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ জানুয়ারি) স্বাক্ষর করা আলাদা দু’টি আদেশ বুধবার (৯ জানুয়ারি) প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।যারা নিয়োগ পেয়েছেন তারা সবায় উপসচিব পদমর্যাদার ।
এযাবৎ মন্ত্রিসভার সদস্যদের পছন্দে পিএস নিয়োগ হলেও এবার জনপ্রশাসন থেকে তার ব্যতিক্রম ঘটেছে বলে জানিয়েছেন জনৈক কর্মকর্তা। এই ধারায়
আইন অনুযায়ী আদেশে বলা হয়েছে, সকল ‘মাননীয় মন্ত্রী,প্রতিমন্ত্রী,উপ-মন্ত্রীগণ যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত একান্ত সচিবগণকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’
গত ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ৩ জানুয়ারি এমপিদের শপথের পর ৭ জানুয়ারি মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন । এদের সবাই নতুন এবং একসঙ্গে নিয়োগ দেওয়ার নজির প্রায় বিরল ঘটনা বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রণনালয়ে মন্ত্রী,উপ ও প্রতিমন্ত্রী এবং পিএস বিন্যাস –

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আরপিএটিসির উপ-পরিচালক ড.আব্দুল আলীম খান । তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে জনপ্রশাসনের উপসচিব মো. আরিফ নাজমুল আহসান,আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বিদ্যুৎ বিভাগের উপসচিব আবু সেলিম মাহমুদুল হাসান পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মো. ফেরদৌস আলম, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব নুরে আলম সিদ্দীকী দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির পরিচালক গৌতম চন্দ্র পাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে অর্থ বিভাগের উপসচিব ড.মো. মুনসুর আলম খান পিএস হিসেবে থাকবেন।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজউকের পরিচালক ড. শাহরিয়ার ফিরোজ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এটুআই প্রোগ্রামের ই-সার্ভিস স্পেশালিস্ট মো. এনামুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল ওয়াহেদকে পিএস নিয়োগ দেওয়া হয়েছে ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে জনপ্রশাসনের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান ।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পরিতোষ হাজরা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. ওয়াহিদুর রহমা । জনপ্রশাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. রেজাউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এর সঙ্গে জনপ্রশাসনের উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব নুর আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব মারুফ রশীদ খান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে জনপ্রশাসনের উপসচিব হেমন্ত হেরনী কুবি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সঙ্গে মো. মো হারুন অর রশিদ থাকছেন পিএস হিসেবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুজ্জামান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে একই মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুকুর রহমান শিকদার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আসিফ আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে রাজউকের পরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর পিএস থাকবেন।
পরিবেশ, বন জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আক্তারুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব বিশ্বাস রাসেল হুসাইন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. হাফিজুর রহমান চৌধুরী দায়িত্বে থাকবেন।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ আতিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. কায়েসুজ্জামান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এটুআইয়ের ডোমেইন স্পেশালিস্ট মোহাম্মদ খোরশেদ আলম খান পিএস থাকবেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আহমেদ কবির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মজিবর রহমান পিএস হিসেবে থাকবেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল বাশার মো. ফখরুজ্জামান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর সঙ্গে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব বিজয় কৃষ্ণ দেবনাথ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে জনপ্রশাসনের উপসচিব বেগম উম্মে রেহানা, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার দায়িত্ব পালন করবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. জলিল, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব খন্দকার ইয়াসির আরেফীন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাহগীর আলম, পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীমের সঙ্গে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. কামরুল আহসান তালুকদার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহারের সঙ্গে শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বেগম সানজিদা ইয়াসমিন পিএসের দায়িত্ব পালন করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মিকাইল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে জনপ্রশাসনের উপসচিব মো. গোলাম মাওলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধমে চিরাচরিত নিয়মের বত্যয় ঘটল বলে মনে করেন পর্যবেক্ষক মহল ।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :