আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

সড়কে উপড়ে পড়া গাছ সরাতে ব্যস্ত পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

ডেক্স নিউজ -: শুক্রবার (০৩ মে) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৯৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা রাজ্যের গোপালপুর ও পুরীতে আছড়ে পড়ে । যাকে‘অতি শক্তিশালী’টর্নেডো বলে আখ্যা দিয়েছেন আবহাওয়াবীদরা । তারা বলেন গত পঞ্চাশ বছরে এমন প্রকৃতির ঝড় এই অঞ্চলে দেখা যায়নি । ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে। ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। জানা যায়, চেয়ে গতি সম্পন্ন ঝড় বয়ে গেলেও এর প্রকৃতি ছিল ভিন্ন । এই ঝড় শুরু থেকে প্রায় একই গতি ধারণ করে এগিয়ে এসে উপকূলে আছড়ে পড়েছে ।

এন,ডি টিভির সূত্র মতে, গ্রামের পর গ্রাম ভেসে গেছে পানিতে । ফণীতাণ্ডব উড়িষ্যায় এ পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ।

আবহাওয়ার পূর্বাভাসে ধারণা করা হয়েছিল, বিকেল ৩টার দিকে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ফণী। তবে এর আগেই আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড়টি। ঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় গাছ-পালা উপড়ে পড়েছে। বিদ্যৎহীন হয়ে গেছে রাজ্যের বিভিন্ন অঞ্চল। উপকূলবর্তী বহু গ্রামে পানি ঢুকে পড়েছে। অনেকের ঘরবাড়িও ভেঙে গেছে। ঝড়ে পুরীর সাক্ষীগোপালে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। আর রাজ্যের কেন্দ্রাপাড়ায় ঝড়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মারা যান। এছাড়া বিভিন্ন এলাকায় ঝড়ে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ফণীর গতিপথে উড়িষ্যার প্রায় ১০ হাজার গ্রাম এবং ৫২টি শহর পড়বে। এসব অঞ্চেলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ভুবনেশ্বর বিমানবন্দরেও প্লেন ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার (০৪ মে) সকাল ৮টা পর্যন্ত প্লেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বলা হয়েছিল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
এইদিকে এই অঞ্চলে যাতায়াতকারী ১৪৭টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ।

বাংলাদেশের দিকে এগিয়ে আসা ফণী’র প্রভাবে এর মধ্যেই দেশের প্রায় সকল স্থানেই বৃষ্টিপাত দমকা বাতাস শুরু হয়েছে । আবহাওয়া অফিস সূত্রে জানা যায় , অদ্য রাতে খুলনার সুন্দরবন থেকে ধেয়ে আসা ফণী মাঝ রাত অব্দি দেশের উত্তর দক্ষিণাঞ্চল অতিক্রম করবে। দেশে আগামীকাল সাড়াদিন ঝড় দমকা হাওয়া সহ বৃষ্টি হবে ।

সরকারের একটি সূত্র মতে,ঘূর্ণীঝড় ফনি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে । উপকূলীয় অঞ্চলের ঝুকিপূর্ন এলাকার জান্মাল রক্ষায় প্র্যোজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায় ।
প্রধামন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি সার্বক্ষনিক নজড় রাখছেন । উল্লেখ্য তিনি চোখের চিকিৎসায় দেশের বায়রে লন্ডনে অবস্থান করছেন ।

এদিকে , ঘূর্ণীঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে ।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

রাজধানী ব্যপি ডিএমপি’র অগ্নি সর্তকতার অংশ হিসেবে উত্তরা পূর্ব থানার অভিযান। 

একজন আদর্শ পুলিশ কর্মকর্তার মানবিক হয়ে ওঠার গল্প ।

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :