আজ মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ- ফেসবুকে ‘ধর্ম অবমাননাকর’ স্ট্যাটাস দেয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার টিটু রায়কে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই বাবুল ইসলাম বুধবার টিটুকে রংপুরের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক দেবাংশু কুমার সরকার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে টিটু রায়কে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, ফেসবুকে ‘ধর্ম অবমাননাকর’ পোস্ট দেয়ার অভিযোগ গত শুক্রবার বিকালে রংপুরে হিন্দুদের বাড়ি-ঘরে আগুন ও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবার বুলেট বিদ্ধ হয়ে একজন নিহত হন। সাত পুলিশসহ আহত হন ৩০ জন।