আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪১ অপরাহ্
ডেক্স নিউজ – রবিবার দুপুর ১টার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কারা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেলকোড অনুযায়ী সাধারণ কারাবন্দি হিসেবে কারাগারে খালেদা জিয়া আছেন। তিনি কারা পোশাক পরিহিত অবস্থায়ই রয়েছেন।
তিনি বলেন, “৮ ফেব্রুয়ারি খালেদার রায়ের সময় কোর্ট থেকে কোনো নির্দেশনা আসেনি। তাই জেলকোড অনুসারে যে রিকমেন্ডেশন আছে, সে অনুযায়ীই কোর্টের নির্দেশ আসার আগ পর্যন্ত তিনি সাধারণ কারাবন্দি হিসেবেই থাকবেন।
তিনি আরো জানান যে, ২০০৬ সালে জেলকোডে একটি পরিবর্তন আসে। সেখানে সাবেক প্রেসিডেন্টকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার কথা বলা আছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া সংসদ সদস্যদের ব্যাপারেও বলা আছে। খালেদা জিয়া এ ধরনের কোনো আওতার মধ্যে পড়ছেন না। ”
এদিকে খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি তিনদিনের কর্মসূচী ঘোষণা করেছে ।