আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন

ডেক্স নিউজ – একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ,বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে নাম লিখিয়েছেন। তিনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে । এখন তিনি ব্যস্ত নির্বাচনী প্রচার-প্রচারণায়।

নড়াইলের -২ আসনের সাধারণ মানুষই ; তার হয়ে করেছেন প্রচারণা। তাও আবার বিনে সুবিধায়। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এমন উদাহরণ বিরল ।ঢাকা থেকে বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতী নদী পার হয়ে কালনা ফেরি ঘাট দিয়ে তার নির্বাচনী এলাকা নড়াইলের কালনায় এসে পৌঁছেন তিনি । এ সময় হাজারো মাশরাফি ভক্ত সমর্থক তাকে বরণ করে নেন ।

মাশরাফি নিজের প্রচারণায় পাশে পেয়েছেন তার পরিবারকেও । তবে সবচেয়ে বেশি যে মানুষটি তাকে সাহায্য করেছেন তিনি আর কেউ নন সহধর্মীনি সুমনা হক সুমি।এ সময় তাই ভক্ত সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আগ্রহ। পরে কালনা ঘাট এলাকায় আয়োজিত পথ সভায় উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট চান তিনি। এ সময় সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বিরামহীন ভাবে করে গেছেন পথ সভা ও গণ সংযোগ । এমন পথসভায় জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা । সাড়াদেশ থেকে নানান ভাবে নানান ভক্তরা সহযোগীতা করছেন প্রচারণায় । কেউ সরাসরি উপস্থিত হয়ে , কেউ অনলাইনে ।
এদিকে ভোটপ্রার্থী মাশরাফি যেদিকে যাচ্ছেন , সেদিকেই যেন জনতার ঢল নামছে । এই অভূতপূর্ব পরিস্থিতি বলে দিচ্ছে তার বিজয় হয়ত রেকর্ড স্পর্শ করতে পারে বলে ধারণা অনেকের ।

 
 
 

আরও পড়ুন

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

বাংলাদেশী সিনেমার সালতামামি আশির দশক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

 

Top
ব্রেকিং নিউজ :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com