নিজেস্ব প্রতিনিধী – রাজধানীর উত্তরায় শিশু হত্যার প্রতিবাদের ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী এবং স্বজনরা । জানা যায় , দক্ষিখান থানার মধ্য আজমপুর মন্সী মার্কেটের একটি বাড়ীতে এই ঘটনা ঘটে । এলাকাবাসী জানায় ৫ দিন পূর্বে তিনজন শিশু ঘূড়ি উড়াতে একটি বাড়ীর ছাদে উঠলে ঘূড়ি গিয়ে পড়ে পাশের বাড়ীর ছাদে । তারা সবায় ঘূড়ি আনতে গিয়ে দুইজন ফিরে এলেও একজন আর ফেরেনি । ৫ দিন খোজাখুজির পর উক্ত বাসার মধ্যে একটি সিমেন্টের ঢালাই করা গর্তে মৃত অবস্থায় আবিষ্কার করে ছেলেটিকে এলাকাবাসী । তার নাম রিফাত । বয়স ৮ বছর । গ্রামের বাড়ী শেরপর বলে জানা যায় । অবরোধকারীদের অভিযোগ থানায় মামনা নিতে গড়িমসি করায় তারা রাস্তায় নেমে এসেছেন । পুলিশের বক্তব্য পাওয়া না গেলেও সূত্র জানায়, থানায় মামলার প্রক্রিয়া চলছে । এলাকাবাসী ভ্যানে শিশুটির লাশ নিয়ে রিপোর্ট লিখা পর্যন্ত বিক্ষোভ অব্যহত রেখেছে ।