আজ মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ককয়েকটি গণমাধ্যমকে আজ বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, সেই নির্বাহী প্রকৌশলীকে গতকাল মঙ্গলবার প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আজ তা কার্যকর করা হয়েছে।
জানা যায় এই বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া স্পষ্ট ত্নি বলেন , ফ্ল্যাটে মালামাল ওঠানোর ক্ষেত্রে যে ব্যয় দেখিয়েছেন, সেটাও অবিশ্বাস্য। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। মাসুদুল আলমকে প্রত্যাহার করে গণপূর্ত অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত প্রকৌশলীকে ” বাইল্শ্যা মাসুদুল ” বলে অবিহিত করা হচ্ছে । এমন নামকরণের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ঠ কিছু অনলাইন এক্টিভিষ্টরা জানান , ভবিষ্যতে এমন কর্ম আর কেউ করলে যেন সামাজিক ভাবে বিব্রত হয় এবং না করে ,তাই এই নামকরণ । যদিও সাড়াদেশে এখন রুপপুরের বালিশ কেলেংকারী নিয়ে হৈ -চৈ অব্যাহত আছে ।