আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫২ অপরাহ্

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ॥

ভোলায় পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হাটহাজারী মডেল থানা ঘেরাও করেছে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা।

রবিবার (২০ অক্টোবর) রাতে মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে তারা। বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা হাটহাজারী বাসস্টেশন, হাটহাজারী কলেজ গেট, হাটহাজারী মডেল থানাসহ কয়েকটি স্থানে অবস্থান নেয়। একপর্যায়ে থানার সামনে অবস্থানকারীরা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। কয়েকটি ব্যস্ততম সড়কে অবস্থান নেওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এদিকে, রোববার রাতে রাসুল (সা.)-এর কটূক্তিকারী এবং হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অন্যদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসির দুই সাংবাদিক। রাত ৮টার পর ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার নুরে আলম মিনা। পরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যায় তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সন্ধ্যার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জোনায়েদ বাবু নগরী মাদ্রাসাছাত্রদের মাদ্রাসায় ফিরে যেতে নির্দেশ দিলে কিছু ছাত্র ফিরে যায়। তবে হাটহাজারী বাসস্টেশন গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের একটি দল সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে ব্যস্ততম এই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন অফিসফেরত মানুষসহ স্থানীয়রা। শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে সেখানে যাওয়া ডিবিসির প্রতিবেদক শহিদুল সুমন ও ক্যামেরাপারসন পারভেজের ওপর লাঠিসোটা ও লোহার রড দিয়ে হামলা চালায় বিক্ষুুব্ধ শিক্ষার্থীরা। এতে দু’জনই আহত হয়ে পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। এ বিষয়ে কথা বলতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী -খাগড়াছড়ি -রাঙ্গামাটি সড়কে কয়েক হাজার তৌহিদি জনতা সড়ক অবরোধ করে রেখেছে। যান চলাচল ছিল বন্ধ। দুর্ভোগে কয়েক হাজার যাত্রী সাধারন। ঘটনার পরিস্থিতি দেখেতে দ্রুত ছুটে এসেছে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনেরও ছিল ব্যাপক ভূমিকা।

 
 
 

আরও পড়ুন

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ইংল্যান্ডে চলচ্চিত্র উৎসবে সেরা পাঁচে ‘ছিটমহল’

আবার কেউ অস্ত্রের ঝনঝনানি করতে চাইলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে : ডিআইজি মোজাম্মেল

চোখে মুখে স্বপ্ন,ইচ্ছে বড় অভিনেতা হওয়া

‘খালেদা জিয়াকে বলি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা’

আন্তর্জাতিক ফিল্ম ফেষ্টিভ্যালে পরিচালক এইচ আর হাবিব এর ‘ছিটমহল’

পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের প্রতি আইজিপি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক তাৎপর্য বহন করে,,,, কচি

রাজধানী উত্তরায় ১নং ওয়ার্ডের উত্তরা পশ্চিম থানা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল।

নামমাত্র মূল্যে দেশেই হচ্ছে কিডনি প্রতিস্থাপন

শহীদ মিনারে মুহিতের কফিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

বাংলাদেশী সিনেমার সালতামামি আশির দশক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

 

Top
ব্রেকিং নিউজ :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com