আজ বুধবার, ২৯ Jun ২০২২, ০৪:৩০ অপরাহ্
নিজস্ব প্রতিবেদক ॥
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টার পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ালী লীগের কেন্দ্রীয় এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে সকাল ১১টার কিছু আগে সম্মেলনস্থলে পৌঁছান শেখ হাসিনা। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়৷ এরপরই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা। পরে একেএকে দলীয় সঙ্গীত এবং ধর্মীয় গ্রস্থ থেকে পাঠ করা হয়৷ পরিবেশিত হয় দলীয় বেশ কয়েকটি সঙ্গীত।
সম্মেলনকে সামনে রেখে ভোর ছয়টা থেকে সোহরাওয়ার্দী অনুষ্ঠানে উপস্থিত হন আওয়ামী লীগের দুই মহানগরের নেতা-কর্মীরা। বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতা-কর্মীদের আগমন সম্মেলনস্থলকে জনসমুদ্রে পরিণত হয়৷ একই সঙ্গে জনজটে ঘিরে যায় সম্মেলনস্থলের চারপাশ।