আজ বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৫:৪১ অপরাহ্
নিজেস্ব প্রতিবেদন –
রাজধানী বনানী প্রাটিনাম হোটেলে ২০শে সেপ্টেম্বর পালন করা হয় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ‘বোমা’ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা খান মন্টি , সভাপতিত্ব করেন কবি ও আবৃতিকার সৌমিত্র । উল্লেখিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শরিফুল ইসলাম খান ,নাসিরুদ্দিন বুলবুল , জুয়েল আনান্দ , এইচ আর হাবিব , কামাল হোসেন , প্রমুখ ।উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সা.সম্পাদক স্বপন ।
আলোচনায় কেক কাটাসহ নৈশ ভোজের আয়োজন করা হয়।উল্লেখ্য উক্ত অনুষ্ঠানটি ছিল করোনা কারনে সীমাবদ্ধ ও সীমিত পরিসরে। শুধুমাত্র বোমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ গ্রহনে ছিল বলে আয়োজকরা জানান।