আজ বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৩২ অপরাহ্
সংবাদদাতা –
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীকে গণধর্ষণের মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার আটক অপর ২ আসামি স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার গভীর রাত পর্যন্ত শুনানি শেষে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এর আগে পৌর শহরের চাষকপাড়ার আনারুলের ছেলে শাহাদত হোসেন (২০) এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে নিজ এলাকায় ডেকে নিয়ে আসে। এরপর শাহাদত ও তার কয়েকজন বন্ধু গত দুই দিন ধরে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় মামলা হলে পুলিশ চারজনকে গত শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে মামলার আসামি জাহাঙ্গীর ও শাহাদত স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের জবান বন্দি বেকর্ড করা হয়। অপর ওই দুই যুবক জাহিদ ও জহুরুলকে ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।