আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:১৫ অপরাহ্
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী উত্তরায় ১১নং সেক্টরের ৬নং রোডের ২৬নং বাসায় ৫ম তলায় বেঞ্জীর হোসেন লীরা নামের (২৭) বছরের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্দার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায়, ইসতিয়াক (২৭)নামের এক যুবক তিতুমীর কলেজের ছাত্রী লীরাকে ছাত্রী অবস্থায় ভালবাসে বিয়ে করে। লীরার মূত্যুর পূর্ব পর্যন্ত স্বামীর পরিবারের সাথেই বসবাস করত । বিয়ের পর থেকে তরুণীর পরিবার এর সাথে তার স্বামী ও তার পরিবারের তেমন সম্পর্ক ছিল না বলে জানা গেছে। ঘটনার দিন ইসতিয়াকরুমে ঘুমিয়ে ছিল এবং লীরা ছাদে উঠে গলায় কাপড় পেছিয়ে দুইটি বিল্ডিংয়ের ফাঁকায় ঝুলে পরে বলে ইসতিয়াকের মা জানালেও,নিহতের পরিবার দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাবি ইসতিয়াকনেশা করত এবং যৌতুক এর জন্য লীরারাকে মারধর করত বলে অভিযোগ করে। কেন আগে থানায় কোন অভিযোগ দেয়নি জানতে চাইলে লীরার পরিবার এই রিপোর্ট লিখা পর্যন্ত ইসতিয়াক,তার মা এবং বোনকে জিজ্ঞাসাবাদ করছে বলে উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায় ।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল এ পাঠানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন,অনুসন্ধান অব্যহত আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হতে পারে ।