আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ –
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি হয়েছেন ড. আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. কবিরুল ইসলাম সিকদার।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই অ্যাডহক কমিটি গঠন করা হলো। গঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা করবেন।