নিজেস্ব প্রতিবেদক :
রাজধানী উত্তরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪টি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
আমাদের প্রতিনিধি জানান,উত্তরা ১১ নং সেক্টরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি স্বরাষ্টমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল বলেন,বঙ্গবন্ধু জন্ম না হলে, দেশ হয়ত এমন হতো না।বঙ্গবন্ধু জন্মেছে বলেই বাংলাদেশ হয়েছে। আর সেই সোনার বাংলা স্বপ্ন প্রধানমন্ত্রী দেখতে শিখেছেন জাতির পিতার কাছ থেকে। বিশ্বের অনেক স্থানে গিয়েই বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম শুনেছেন বলে উল্লেখ করেন।তিনি প্রধানমন্ত্রী ৭৪তম জন্মদিনে তার শতায়ু কামনা করেন।
জন্মদিনে উক্ত আয়োজনে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন,বঙ্গবন্ধু কন্যা ৭৪তম জন্মদিনে একটি পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি আশা প্রকাশ করেন।তিনি সরকারী ও পার্কের জমি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলারদের সতর্ক করেন।সাথে সিটি কর্পোরেশনের হাতে ২৭টি প্রকল্প শীঘ্রই সম্পন্ন করবেন বলে জানান।
উক্ত অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহামেদ মুজুমদার,জনাব শেখ ফজলে ফাহিম এফ বিবি সিসি আই সভাপতি, শাবনম জাহান শিলা এমপি, পুলিশের আইজি বেনজীর আহামেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লা আল মামুন,পুলিশ কমিশনার (ঢাকা),শফিকুল ইসলাম বিপিএম (বার) আওয়ামীলীগের উত্তর সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলার শরিফুল রহমান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকে।