নিজেস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকা-১৮ সংসদীয় উপ-নির্বাচনে, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান। বুধবার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর সরকারি বাসভবনে ব্রিফিং এই বিষয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। এই ব্রিফিং কালে ওবায়দুল কাদের হাবিব হাসান ও সিরাজগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নাসিম পুত্র তানভীর শাকিল জয়ের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত শেষে সকলকে তাদের পক্ষে কাজ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সব ভেদাভেদ ভূলে সামনে এগিয়ে যাতে হবে। কাজ করতে হবে দলের প্রার্থীর পক্ষে।
এইদিকে অনেক নাটকীয়তার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নং ওয়ার্ড এবং দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন যার সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই আসনে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গেল ৯ জুলাই বৃহস্পতিবার থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এর পর আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন ফরম বিক্রি শুরু করলে দলের প্রায় পঞ্চাশের বেশী স্থানীয় অস্থানীয় প্রার্থী ফরম কিনে আলোচিত হন। যদিও এই আসনে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নমিনেশন পেপার কেনার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত তার সততা নিশ্চিত হওয়া যায়নি।
এইদিকে হাবিব হাসানের মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই তার নির্বাচিত হবার আশাবাদ ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা গেছে।