আজ রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:৪৭ অপরাহ্
ডেস্ক নিউজ –
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। করোনায় আক্রান্ত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করে বিভিন্ন মাধ্যমে বার্তা দেন নেতারা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জসনস জানান, ট্রাম্প-মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস যখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন, তখন ট্রাম্পও একইভাবে তার সুস্থতা কামনা করেছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দ্রুতই সেরে উঠুন এই দম্পতি। তাদের শারীরিক সুস্থতা কামনা করছি।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লেস মিসেল ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করে ফরাসির সরকারের মুখপাত্র বলেছেন, এর মাধ্যমে বোঝা গেল এই ভাইরাস কাউকেই ছাড় দেয় না। তাদের সুস্থতা কামনা করছি।
উল্লেখ, স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প নিজেই তার এবং মেলানিয়ার করোনা পজেটিভ হওয়ার খবর জানান। এরপর ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ও মেলানিয়া কোয়ারেন্টাইনে আছে।