আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:২৯ অপরাহ্
নিজেস্বপ্রতিবেদক-
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এর নেতৃত্বে চলছে উচ্ছেদ অভিযান।
রাজধানীর উত্তরার জসিমউদদীন এলাকায় উত্তরের মেয়র আতিকুল ইসলাম এর উপস্থিতিতে শুরু হয়েছে অবৈধ সাইনবোর্ড,স্থাপনা ও ফুটপাতের উচ্ছেদ অভিযান।
গত দুই সপ্তাহ যাবত গুলশান থেকে শুরু হয়ে বর্তমানে উত্তরায় চলছে এই অভিযান।
যদিও ঢাকার দুই সিটি কর্পোরেশনেই চলছে এই অভিযান। দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস অবশ্য শোডাউন এর চেয়ে কাজের অগ্রগতি চান বেশী। তাই পরিকল্পিত ভাবেই চলছে তার অভিযান।
উত্তর সিটি কর্পোরেশনের অভিযান শুরু হয়েছিল গুলশান এলাকা থেকে যার ধারাবাহিকতায় আজ চলল উত্তরাতে।
এই অভিযান উদ্ভোধন কালে মেয়র আতিক বলেন। কোন অবস্থাতেই সাইনবোর্ড, সিটি কর্পোরেশনের জায়গায় বা রাস্তাঘাট বন্ধ করে দোকান বসানো যাবে না। এই অভিযান অব্যহত রেখে উত্তরের সিটিকে তিনি মডেল হিসেবে দাড় করাতে চান।
এই উচ্ছেদ অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটবৃন্দসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অভিযান চলাকালে উপস্থিত দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। কেউ বলছেন সকালে উচ্ছেদ বিকেলে যথাস্থ। কেউ বলছেন ” পকেটে টান পরেছে ” তাই অভিযানে নেমেছে। যদিও তার ব্যাখ্যা দিতে রাজী হননি এমন বক্তব্য দেওয়া দর্শকেরা। তবে বেশির ভাগ উপস্থিত দর্শকেরা সাধুবাদ জানিয়েছে এই অভিযানকে।