আজ মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদদাতা –
উচ্চ আদালতের আদেশের পর বরিশালের বাকেরগঞ্জে ৬ বছরের কন্যা শিশু ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার চার নাবালক শিশু আসামিকে স্ব স্ব বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়ের এসি মাইক্রোবাস যোগে ওই চার শিশুকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে নিয়ে আসা হয়। পরে স্বজনদের হাতে শিশুদের বুঝিয়ে দেওয়া হয়।
চার শিশু হলো, সাইদুল ইসলাম, সোলাইমান ইসলাম তামিম, হাফিজুল ইসলাম লাবিব, শাওন হাওলাদার। এদের সকলের বয়সই ছয় থেকে নয় বছর।
অভিযুক্ত শিশু সুলায়মান হাওলাদার তামিমের বাবা আ. ছালাম হাওলাদার জানান, যারা আমাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তাদের বাড়ি থেকে পাকা রাস্তায় উঠার জন্য নিজস্ব রাস্তা থাকলেও সমস্ত পুরুষ মাহিলা আমাদের বাড়ির ভিতর থেকে পথ বানিয়ে যাতায়াত করলে আমাদের বাড়ির লোকজন বাধা প্রদান করলে শত্রুতার সৃষ্টি হওয়ায় আমাদের ঘায়েল করতেই মূলত এ ঘটনার সুত্রপাত ঘটে।
এদিকে ধর্ষণের শিকার শিশু চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার কারণে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, আমরা উচ্চ আদালতের নির্দেশ ও বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।
বাকেরগগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, ডাক্তারদের প্রাথমিক রিপোর্ট এবং শিশু কন্যার পিতার অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে তাদের গ্রেফতার করে আদালতের কাছে সোপর্দ করেছি। চূড়ান্ত তদন্ত শেষে সবকিছু পরিস্কার হবে।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহষ্পতিবার দিবাগত রাতে বরিশালের শিশু আদালত চার চার শিশুকে জামিন দেয়। এরপর রাতেই বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালককে তাদের মুক্তির জন্য মেইলে বার্তা প্রেরণ করেন। যে বার্তা অনুযায়ী বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার দিকে এসি মাইক্রোবাস যোগে চার শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।