আজ বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৫:৪৯ অপরাহ্
ডেস্ক নিউজ –
আকাশে মেঘের ঘনঘটা, উইকেট ও আউটফিল্ড কভারে ঢাকা থাকলেও টস করতে খুব একটা দেরি হয়নি বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে। মাহমুদুল্লাহর সঙ্গে টসে এসে জয়লাভ করেন নাজমুল হোসেন শান্ত। তিনি আগে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
খেলা শুরুর আগেও টিপ টিপ বৃষ্টি ছিল। বৃষ্টিতে টসের আগে প্রায় ১৫ মিনিট পিচ কভারে ঢাকা ছিল। খেলা শুরুর পর ১৫ মিনিট না যেতেই আবার বৃষ্টির উপদ্রব। তবে ভারি বর্ষণ নয়। মাহমুদউল্লাহ একাদশ ৩ ওভার ব্যাটিং করতেই ঝিরিঝিরি বৃষ্টিতে খেলা বন্ধ। কোনো উইকেট না হারিয়ে ১৭ রান তুলেছে মাহমুদউল্লাহ একাদশ। নাইম শেখ ৯ ও লিটন দাস ৭ রান নিয়ে ব্যাট করছিলেন। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবারো মাঠে ফিরেন দুই ব্যাটসম্যান। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি তারা।
টুর্নামেন্টের আরেক দল তামিম ইকবাল একাদশ। মহামারীর কারনে গত মার্চ থেকে দেশের ক্রিকেট বন্ধ ছিলো। ক্রিকেটকে মাঠে ফেরাতে এটি ছিলো বিসিবির ধারাবাহিক উদ্যোগের একটি অংশ। টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং তরুণ ক্রিকেটারদের জন্য এটি প্রতিযোগিতামূলক ক্রিকেটের ভালো সুযোগ দিবে বলে আশা করা হচ্ছে।
তিনটি দলই একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল আগামী ২৩ অক্টোবর ফাইনালে লড়বে। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ও দিবা-রাত্রিতে অনুষ্ঠিত হবে।
মাহমুদুল্লাহ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম শেখ, লিটন দাস, মোমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, এবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, রিসাদ আহমেদ ও আল-আমিন হোসেন।