আজ বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৫:৫৪ অপরাহ্
ডেস্ক নিউজ –
চীনের কিংদাও শহরে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শহরটির প্রায় ৯৪ লাখ লোকের করোনা পরীক্ষা মাত্র পাঁচ দিনে সম্পন্ন করার লক্ষ হাতে নিয়েছে চীন। সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে কিংদাও পৌর স্বাস্থ্য কমিশন জানায়, রবিবার ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিন দিনের মধ্যে পাঁচ জেলায় করোনা পরীক্ষা সম্পন্ন করা হবে এবং পুরো শহর পাঁচ দিনের মধ্যে।ব্যাপকভাবে এবং দ্রুততার সঙ্গে করোনা পরীক্ষা করার ক্ষমতা চীনের আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে ইতোমধ্যে এই ভাইরাস নিয়ন্ত্রণে এনেছে চীন।