আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫৯ অপরাহ্
সংবাদদাতা –
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত দিনে আইন শৃঙ্খলা চরম অবনতি ছিলো, ডাকাতের ভয়ে সাধারণ মানুষ ঘুমাতে পারতো না। মাননীয় প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপরাধ যেই করুক, তাঁর ক্ষমা নাই। তাঁর দলীয় পরিচয় নাই। এসব অপরাধীদের বিরুদ্ধে সবসময় বাংলাদেশ পুলিশকে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়েছেন। ইতোমধ্য সকল অপরাধীদের আমরা আইনের আওতায় এনেছি। অপরাধী যতোই শক্তিশালী হোক তাঁর ক্ষমা নাই।
প্রতিমন্ত্রী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় সিংড়া উপজেলা চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ সাহসী ভূমিকা পালন করেছে। আধুনিক বাংলাদেশ গড়তে অত্যাধুনিক সেবা কেন্দ্র দিয়েছি। ৯৯৯ এ সেবা সাধারণ মানুষ পাচ্ছে। যার অবদান আইসিটি মন্ত্রণালয়ের। যে কোন প্রয়োজনে মানুষ সেবা পাচ্ছে। দুই কোটি ১৬ লক্ষ ফোন ৯৯৯ এ এসেছে। ২৪ ঘন্টা বাংলাদেশের পুলিশের সকল সদস্য জেগে আছে। জনাব সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ১ হাজার পুলিশ কেন্দ্র কে আধুনিকায়ন করা হয়েছে। মানুষ অনলাইনে সেবা পাচ্ছে। এতে দুর্নীতি কমেছে, হয়রানী কমেছে। অনলাইনে জিডির ব্যবস্থা করা হয়েছে। মানুষের সেবা এখন দোড়গড়ায়। বাংলাদেশ ডিজিটাল করার কারণে সেবার দ্বার অনেক বেড়েছে।অভিভাবকদের সচেতন হতে হবে, সন্তানকে সাহসী করে গড়ে তুলতে হবে। প্রশাসনকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
এ সময় সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ইউএনও নাসরিন বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ। পরে তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে ডিও বিতরণ করেন। এসময় তিনি ১৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করেন।