আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:৫৩ অপরাহ্
ডেস্ক নিউজ –
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে কুকুরটি সবাইকে কামড় দেয়।
কুকুরের কামড়ে আহতরা হলেন- নয়াদিল গ্রামের আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম (১৩), মানিক মিয়ার ছেলে জুনাইদ (১৪), তাহের মিয়ার ছেলে রুহুল আমিন (৭), আরিফ মিয়ার মেয়ে মারিয়া (৭), চর নারায়ণপুরের রাসেল মিয়ার মেয়ে মুন্নী (৩), রাহিম মিয়ার ছেলে তামিম (৯), গঙ্গাসাগরের ইয়াছিন (৯), অহিদ মিয়ার স্ত্রী নূরজাহান (৫০), মোরশেদ মিয়া (৬০), খোরশেদা (৫০), মালেকা (৪০)। আহতদের মধ্যে কয়েকজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল চিকিৎসা নিয়েছেন।
রতন খা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১টার দিকে একটি ‘পাগলা’ কুকুর প্রথমে তামিম নামে ছেলেটিকে কামড় দেয়। এ সময় তিনি এগিয়ে গিয়ে দেখেন কুকুরটি একটি ঘোড়াকে কামড় দেয়। ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর আরো এক শিশুকে কামড়ায়। একে একে অন্তত ১২ জনকে কামড়িয়ে আহত করে কুকুরটি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শ্যামল কুমার ভৌমিক জানান, হাসপাতালে ১২ জনের মতো এসে চিকিৎসা নেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।