আজ বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৬:১৩ অপরাহ্
ডেস্ক নিউজ –
মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেটসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী সব বাস বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। আঞ্চলিক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধে এ সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা। অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘটের কারণে বেশি ভোগান্তিতে মহিলা ও শিশুরা।