আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৭ অপরাহ্

নিজেস্ব প্রতিবেদক,

পঞ্চগড় শহরসহ জেলার সকল থানার গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোড় এবং বাজারগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে পঞ্চগড় জেলা পুলিশ।

আজ রবিবার (২৫ অক্টোবর) পঞ্চগড়ের জগদ্দল বাজারে ১২টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন পঞ্চগড়ের জনবান্ধব পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

সিসিটিভি ক্যামেরা উদ্বোধনের প্রাক্কালে সকাল ১১.০০ ঘটিকায় জগদ্দল বণিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশের উদ্যোগে পঞ্চগড় জেলার সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় চার শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা আওতাধীন এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেমন নিরাপত্তাবোধ কাজ করে তেমনি অপরাধীরা অপরাধকর্ম থেকে বিরত থাকে। এছাড়া অপরাধ করলেও অপরাধীদের সনাক্ত করাও সহজ হয়।

এ সময় তিনি মাদক নির্মূলে জনগণের ভূমিকা এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশদ আলোচনা করেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলমগীর রহমান, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ, এসআই কাইয়ুম আলী, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল হক, সাতমেরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, জগদল বনিক সমিতির সভাপতি এম এ মানিক খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, স্থানীয় সাধারণ ব্যবসায়ী প্রমুখ।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

রাজধানী ব্যপি ডিএমপি’র অগ্নি সর্তকতার অংশ হিসেবে উত্তরা পূর্ব থানার অভিযান। 

একজন আদর্শ পুলিশ কর্মকর্তার মানবিক হয়ে ওঠার গল্প ।

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :