আজ সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:৩৪ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ –
গাংনী -কাথুলী সড়কের চৌগাছা পশ্চিমপাড়া গ্রামে পাখি ভ্যানের ধাক্কায় হুজাইফা খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হুজাইফা চৌগাছা পশ্চিম পাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
আজ রবিবার সকালে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা পশ্চিমপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বুলু মণ্ডল জানান, সাহারবাটির দিক থেকে একটি পাখি ভ্যান কয়েকজন শিক্ষার্থী নিয়ে গাংনীর দিকে আসছিল।এসময় চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হুজাইফা রাস্তা পার হতে গেলে পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের সুরত হাল রিপোর্ট করতে পাঠানো হয়েছে।