আজ সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:১৮ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ –
পাকিস্তানের বেলতিস্তান প্রদেশে সব প্রকার মিছিল ও গণমজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ইমরান খান সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধেই এমন সিদ্ধান্ত। এর তীবর নিন্দা ও সমালোচনা করেছে দেশটির বিরোধীদলীয় জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)। জোটের প্রধান ফজলুর রহমান ইমরান খানের সরকারকে ‘অবৈধ’ ও ‘বড় করোনা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, গত শনিবার পিডিএম প্রধান এক বক্তব্যে এসব কথা বলেন। সেখানে তিনি দেশটির বর্তমান সরকারকে ‘বড় করোনা’ আখ্যা দিয়ে বলেন, অবৈধ এই সরকারই বড় করোনা ভাইরাস। তারা পেশওয়ারে আমাদের মিছিল করতে দিচ্ছে না। সরকার যে আচরণ করছে তাতে গণমানুষের প্রতিনিধির কোনো পরিচয় বহন করছে না।
তিনি বলেন, সরকার দমনে নেমেছে। আমাদের দমাতে তারা করোনা ভাইরাসের মহামারীর অজুহাত দিয়ে বেড়াচ্ছে। আমাদের আন্দোলন এখন তুঙ্গে। লক্ষ্যের খুব কাছেই আমরা অবস্থান করছি। সরকার প্রধানকে তার অফিস থেকে বের করার সময় হয়ে এসেছে।