আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:০৪ অপরাহ্
ডেস্ক নিউজ –
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে মাইক্রোবাসের ধাক্কায় লক্ষীরানী রায় নামে (৭০) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬টার দিকে।নিহত বৃদ্ধা বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের মৃত জোগেস চন্দ্র রায়ের স্ত্রী।
কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া গ্রামের একরামুল হকের ছেলে জুয়েল মিয়া বড়ভিটা বাজারের পাশে খেলার মাঠে মাইক্রোবাস চালানো শিখছিল। এসময় মাইক্রোবাসের ধাক্কায় লক্ষীরানী আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।