আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩৮ অপরাহ্

প্রতিবেদক –
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব বীর শহীদের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে জেলা পুলিশ, পঞ্চগড়। যেসব বীর মুক্তিযোদ্ধা ০৯ (নয়) মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলা স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) জনাব এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আলমগীর রহমান এবং পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা কর্মচারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পুলিশ সুপার, জনাব মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় মহান বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন, আজকের বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করবো। আর এ ক্ষেত্রে সকলের দায়ই যে বেশি, সে কথা বলার অপেক্ষা রাখে না। বিজয়ী জাতি কখনোই পরাজয় মানে না। বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় জেলা পুলিশ, পঞ্চগড়ের উদ্যেগে পুলিশ লাইন্সে্ সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনকে সংবর্ধনা প্রদান করেন এবং বীর মুক্তিযোদ্ধাগনকে উপহার সামগ্রী প্রদান শেষে পঞ্চগড় পুলিশ লাইন্সে্ সকল অফিসার ও ফোর্সের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :