আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় চলছে নবনিযুক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীর নির্দেশে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান। যা চলছে বেশ কয়েকদিন থেকেই।
বছরের প্রথম দিনেই উদ্ধার এবং গ্রেফতার হয়েছে এক মাদক ব্যবসায়ী।
ঘটনার সূত্রে জানা গেছে, এস আই মোঃ জাহিদুল ইসলাম সরকার এর নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে বোদা বাস ষ্ট্যান্ড এ দাড়িয়ে থাকা দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ চ্যালেঞ্জ ছুড়ে দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। মাদক কারবারিদের একজন দেবীগঞ্জ এর মোঃ সাইফ দৌড়ে পালানোর চেষ্টার সময় গ্রেফতার হয়। তার হাতে থাকা সাদা পলিথিনের ব্যগে রাখা ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সাথে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। অপরদিকে এই সময় অন্য মাদক ব্যবসায়ী রাকিব হাসান পালিয়ে যায়। থানায় একটি জিডি হয়েছে যার নম্বর -১৩।
বোদা থানা সূত্রে জানা গেছে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার করা ফেন্সিডিল আনা হয়েছে ভারত থেকে বলে জানা গেছে।