আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
ডেক্স রিপোর্ট –
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ পুলিশে কর্মরত অফিসারদের সাম্প্রতি রাষ্ট্রপতির পক্ষে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডি আই জি হিসেবে পদন্নোতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে মতে যারা পদন্নোতি পেয়েছেন তারা হলেন, নৌ পুলিশ ঢাকা ইউনিটের এসপি শফিকুল ইসলাম, মোঃ বরকত উল্লাহ খান হাইওয়ে পুলিশ ইউনিট সরোয়ার মোর্শেদ শামীম ডিসি বিএমপি, আবু রায়হান মুহামদ সালেহ বিএমপি, মোঃ শামসুল আলম এস পি সিআইডি, মঃ নজরুল ইসলাম এসপি হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকা, মোঃ আব্দুল্লাহীল বাকী সহকারী পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর, মোঃ জামিল ডিসি ডিএমপি, সানা শামীনুর রহমান এস পি ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ, মোঃ আতিকুর রহমান অধিনায়ক আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজার, মোঃ মাসুদুর রহমান সহকারী পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর, মোঃ মাবুবুর রহমান এসপি চাদপুর, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসপি এসবি, মোঃ ওয়ালিদ হোসেন ডিসি ডিএমপি, মিয়া মাদুদ করিম এসপি পিএইবি, মোঃ মেহেদুল করিম এসপি কমান্ড্যান্ট রেঞ্জ রিজার্ভ ফোর্স রংপুর, মোঃ গিয়াসউদ্দিন আহমদ এসপি রেলওয়ে পুলিশ চট্টগ্রাম ও এসপি মোহাম্মদ এনামুল হক রেঞ্জ ডিআইজি কার্যালয় রংপুর রেঞ্জ হতে পদন্নোতি দিয়ে এডিশনাল ডিআইজি পদে পদন্নোতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।