আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্
নিজেস্ব সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলায় ক্রমান্বয়ে গুটিয়ে আসছে মাদক আস্তানাগুলো। বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর ঘোষণা মোতাবেক চলছে মাদকের বিরুদ্ধে অভিযান। গত প্রায় মাসাধিককালে মাদক ব্যবসায়ী গ্রেফতারের রেকর্ড গড়েছে এই বোদা থানা। অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার এড়াতে পালিয়েছে এলাকা ছেড়ে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২৮ শে জানুয়ারী ২০২১ ইং তারিখে মোঃ জয়নাল আবেদীন নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। বোদা উপজেলার বেংহারী নামক স্থানে বোয়ালমারী-কল্লাকাটা সড়কে গাঁজা বিক্রিরত অবস্থায় আকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৬)কে চেলেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় তাকে গ্রেফতার করে বেশ পরিমান গাজা উদ্ধার করা হয় । উল্লেখ্য যে এই জয়নাল আবেদীন এর আগেও তার স্ত্রী সহ মাদক মামলায় গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্ত হয়েই আবার এই মাদক ব্যবসায় ফিরে এসেছে বলে একটি নির্ভরশীল সূত্র নিশ্চিত করেছে।
এই বিষয়ে একটি এফআইআর হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।