আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বোদায় চলছে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান। জানা গেছে, উন্মুক্ত সীমান্ত হওয়ায় পঞ্চগড়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে প্রবেশ করছে মাদক। সংশ্লিষ্টরা বলছেন, পঞ্চগড়ের সবগুলো উপজেলার চেয়ে তূলনামূলক সফল অভিযান চলছে এই বোদা থানায়।
বোদায় চলছে যেই অভিযান তার পুরো কৃতিত্ব মূলত বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীর। কারণ তার মাদকের বিরুদ্ধে আপোষহীন মনোভাব এর কারণেই ধরা পড়ছে মাদকের চালান । অনেক মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে অন্য উপজেলায় ঠিকানা বানিয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে তার বক্তব্য নিতে গেলে তিনি জানান, আমরা মূলত আমাদের এসপি স্যারের নির্দেশ ফলো করছি। তিনি মাদকের বিরুদ্ধে অনড় অবস্থানে।
এই দিকে এই অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা পাশ্ববর্তী উপজেলায় সরে গেছে বলে জানা যায়।
গত ২ রা ফেব্রুয়ারিতে ২২ বোতল ফেন্সীডিল সহ হাসিবুল ইসলাম ( ৩২) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানা জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এস আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের একটি ব্রীজে অবস্থান নেয়। রাত আনুমানিক ১০ টা ৫০ মিনিটে লাল রঙের মটর সাইকেলে নিয়ে যাচ্ছিল দুই মাদক ব্যবসায়ী। পুলিশ চ্যালেঞ্জ করলে, মটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে তারা। এর মধ্যে হাসিবুল কে ২২ বোতল৷ ফেন্সিডিল সহ গ্রেফতার করে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতারে চলছে অভিযান ।