আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্

ডেক্স রিপোর্ট
গত কয়েকদিন ধরেই একজন সংবাদকর্মী আরিফ হোসেন নিশির, তিনি এটিএন বাংলায় কাজ করেছেন প্রায় ২২ বছর। তার ফেসবুক ওয়ালে ক্রমাগত পোষ্টে এমন আহাজারিই প্রকাশ পাচ্ছে।
সাথে তার ভাষায় হাত পা এবং চোখ বেধে ভয় দেখানো হচ্ছে বলে উল্লেখ করেছেন। তারা কে বা কারা তা তিনি উল্লেখ করেননি। তার পোষ্টের লেখার বিক্ষিপ্ততা ধরণেই বোঝা যায় তিনি মানষিক ভাবে ভেংগে পড়েছেন। তাই বারবার আত্মহত্যার কথা বলছেন। তিনি তার সমস্যা নিরিসনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন।
তবে সাংবাদিক আরিফ হোসেন নিশির এর ফেসবুক পোষ্টে যা ভেসে বেড়াচ্ছে তাতে বোঝা যায় তার সন্তানরা না খেয়ে থাকছে, তারা লেখাপড়া করতে পেরছে না প্রায় ২ বছর, ফ্লাট ভাড়া বা ফ্লাট নিয়ে ঝামেলা, মালিকদের একজন সেলিম যার ঈশারায় থানা পুলিশ মামলা বা জিডি নিচ্ছেনা। এমন কতগুলো স্পর্শকাতর মানবিক বিষয় নিয়ে তার পোস্ট। যদিও আরিফ হোসেন নিশিরের সাথে এই নিয়ে কথা বলার চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবারের একজন সদস্য জানান, এটিএন বাংলা টেলিভিশনের কাছে তার পাওনা আছে বলে তারা শুনেছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি অর্থকষ্টে ভূগছেন। তবে এই মূহুর্তে সাংবাদিক আরিফ হোসেন নিশির কোথায় আছেন তা তারা জানান না।
আরিফ হোসেন নিশির এর ফেসবুক পোষ্ট হুবুহু তুলে দেওয়া হলো –
“ছ‌বি গু‌লো মা‌টি হো‌সেনের হি‌ডেন ক‌্যা‌মেরায় ‌তোলা। এভা‌বে ভয় দে‌খি‌য়েও পা‌রে‌নি আমা‌কে থামা‌তে। আমার স‌ঙ্গে আ‌ছে জাপান, কানাডা আর ই্ংল‌্যান্ড, গ্রীস. জামার্ন, ‌আ‌মে‌রিকান হোমল‌্যান্ড সি‌কিউ‌রি‌টি। এত বড় নিরাপত্তা কেন জা‌নেন ২১‌শে ফেব্রুয়া‌রি ২০২১ সাল আন্তজা‌তিক মাতৃভাষা দিব‌সে এ‌বি‌সি বাংনা টে‌লি‌ভিশন সরাস‌রি সম্প্রচার এক‌যো‌গে ১৩ দে‌শে । ওরা একস‌ঙ্গে কাজ কর‌ে যাচ্ছে । মোবাইল এক সে‌কেন্ড বন্ধ রাখার কথা না তারপরও
মোবাইল বন্ধ রাখ‌তে হ‌চ্ছে কারণ খুল‌লেই ওরা ট্র‌্যাক ক‌রে ভয় দেখা‌চ্ছে ।
ওরা কারা ?
আ‌মি কোথায় আ‌ছি ? গনমাধ‌্যমের বন্ধুরা আপনারা এপ্রশ্ন কর‌বেন না।
হো‌টেল লা ভি‌ন্সির সামান‌্য ক,টাকা বিজ্ঞাপন পাবার লো‌ভে কিংবা দুই ‌পেক ফ্রি মদ খাবার লো‌ভে স‌ত্যি সংবাদ প্রকাশ বন্ধ রাখ‌বেন না। সংকমীর পা‌শে দাঁড়ান স‌তি‌কে প্রকাশ করুন। প্লিজ আপনা‌দের সহ‌যো‌গিতা‌ থাক‌লে আ‌মি বে‌ঁচে যা‌বো। আমার জয় আর বাংলা হয়‌ তো বাবা হারা হ‌বে না।
সাংবা‌দিক মারা যা‌বে আর আপনারা চুপ থাক‌বেন এটা কি ঠিক ?
আপনারা কি চান ?
আর কোন মে‌ঘের জন্ম ‌হোক ?
নিউজ ব্ল‌্যাক আই‌টে তাই প্রমান ক‌রে। চাই‌তে পা‌রেন তার প্রমান দি‌চ্ছেন ?
এভা‌বে জয় আর বাংলা‌কে মেঘ বানা‌বেন না
প্লিজ–প্লিজ — প্লিজ
আমা‌কে সাহায‌্য করুন আসুন। আর কোন মেঘ আকা‌শের তারায় আব্বু আম্মু খুজুক !!
ছ‌বি দে‌খে ভয় পাচ্ছেন ?
পা‌চ্ছেন না ?
আ‌মি কিন্তু পা‌চ্ছি না ! কেন পা‌চ্ছি না বুঝ‌তে পা‌রেন ? পার‌বেন কি ক‌রে আমার ব‌্যথা আ‌মি বু‌ঝি ।
আমার অস্বী‌ত্বের প্রশ্ন আমার সন্তান ২ বছর বাসায় একা একা ব‌সে থা‌কে এক টাকার চক‌লেট কেনার জন‌্য ধ‌রে! চাল কিন‌তে পারি না ব‌লে সকাল থে‌কে রাত ২টা পন্ত ফা‌স্টিং ক‌রে তবুও আপনা‌দের কা‌ছে যায়‌নি । তাই আমার অনু‌রোধ সাংবা‌দিক বন্ধুরা আমা‌কে বাঁচাতেও আস‌বেন না।
ডক্টর মাহফুজুর রহমান আমার অন্ন দাতা জে‌নে রাখুন আ‌মি ম‌রে যায় যা‌বো রাজপুত্র ঐশ্বয‌্য হো‌সেন জয় আর ঐ‌তিহ‌্য হো‌সেন বাংলা‌কে বাঁচাবো।
ওরা কোথায় জা‌নি না য‌দি ও‌দের কিছু হয় তো আপনার সকল অপকর্ম সন্তান হি‌সে‌বে আর লু‌কি‌য়ে রাখ‌বো না সংবাদ স‌ম্মেলনের মাধ‌্যমে ফাঁস ক‌রে দে‌বো।
আর সাংবা‌দিক বন্ধুরা জয় আর বাংলার ওপর টর্চা‌রের প্রতিবা‌দে আ‌মি আপনা‌দের কা‌ছে গে‌লেও আপনারা সাহায‌্য ক‌রেন‌নি।
ভয় নেই আপনারা আইন শৃংখলা বা‌হিনী একটা সাধারণ জি‌ডি কিংবা মামলা নেন‌নি, বরং ভয় দে‌খি‌য়ে‌ছেন ভুয়া মামলায় জ‌ড়ি‌য়ে ক্রস ফায়ার দেবার হুম‌কি দি‌য়ে‌ছেন। টলা‌তে পা‌রেন‌নি।
আমার কোন সমস‌্যা নেই আপনারা দেখ‌তে থাকুন বঙ্গ বন্ধুর সোনার বাংলার স্লোগা‌নের প্রবক্তা মু‌ক্তি‌যোদ্ধা মনসুর আলীর সন্তান সি‌টি‌জেন জানালিজম দি‌য়ে কি ক‌রে উদ্ধার ক‌রে জয় আর বাংলাকে চোখ রাখুন ফেসবু‌কের পর্দায় ———- ”
সাংবাদিক আরিফ হোসেন নিশির এর পরিচিতজন বন্ধুবান্ধবদের সবাই বলছেন, এমন একজন উচ্ছল মানুষের এমন অসহাত্ব আসলে মেনে নেওয়া যায় না। তারাও বিষয়টি সুরাহার জন্য রাষ্ট্রের দ্রুত যথাযথ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাতে এমন একজন উচ্ছল সংবাদকর্মীর জীবন এবং পরিবার বড় ক্ষতি হ’তে বেচে যাবে বলে তারা মনে করেন । যদিও যাদের তিনি অসহাত্বের জন্য দায়ী বলছেন তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :