আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া কামাতপাড়া এলাকায় এ এন্ড এ অটো ব্রিকস নামে একটি ইটের ভাটার অবস্থান । এই প্রতিষ্ঠানে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে অপর পক্ষ ইটভাটি ম্যানেজারকে হুমকি দিয়েছে। আর এমন অভিযোগে বোদা থানায় সাধারণ ডায়েরি করেছে সেই ইটভাটার ম্যানেজার মোঃ হাসানুজ্জামান সুজন।
সাধারণ ডায়েরির বিবরনে জানা যায়, উক্ত এ এন্ড এ অটো ব্রিকস ইন্ডাষ্ট্রিজ এ কর্মরত অবস্থায় মোঃ মনিরুজ্জামান ওরফে মন্টেজ শাহ (৩৫) পিতা – রমজান শাহ এর নেতৃত্বে উসমান (৪২) পিতা – মৃত নইমুদ্দিন, আনিসুর রহমান (৩৮) পিতা – তইজ ও রুস্তম আলী ( ৪০) পিতা – মৃত মফিজুল ইসলাম সহ একদল সন্ত্রাসীর আগমন ঘটে। তারা ব্রিকস ফিন্ডে ঢুকে মালামাল তছনছ করার চেষ্টা করে। তাতে ম্যানেজার হাসানুজ্জামান বাধা দিলে তাকেই আক্রমণের নিশানা করে তারা। উপস্থিত লোক জনের আনাগোনা বেড়ে গেলে তারা দ্রুত সরে যায়। বাদী উপায়ন্ত না পেয়ে থানায় অবগত করে বলে জিডি সূত্রে জানা যায়। জিডি নং ৩২০।
বিষয়টি নিয়ে উক্ত প্রতিষ্ঠানের এজিএম এর সাথে কথা হয়। তিনি ঘটনার সততা নিশ্চিত করেন।
এ এন্ড এ অটো ব্রিকস ফিল্ড ইন্ড্রাষ্টিজ লিঃ এর মালিক জনাব জাহাঙ্গীর আলম রানা জানান, দীর্ঘদিন যাবত এই মন্টেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিলে তার ফ্যাক্টরির ট্রাকের গতি রোধ করে চাঁদার দাবী করে আসছিল। চাঁদা না পেয়ে প্রায়ই ফিল্ডে ঢুকে সব তছনছ করে ,বলে জানান তিনি। তার ঋণে দাঁড় করানো প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তিনি শংকিত । তিনি পঞ্চগড়ের ছেলে। তাই তিনি সেখানে শিল্প স্থাপন করেছেন এলাকার মানুষের কর্মসংস্থানের জন্যে । এখন নিরুপায় জাহাংগীর আলম কি করবেন বুঝে উঠতে পারছেন না বলে জানান ।
এইদিকে বিষয়টি নিয়ে ঘুমড়ে থাকা এলাকার মানুষও এই চক্রের অত্যাচারে অতিষ্ঠ বলে জানান কয়েকজন এলাকাবাসী।
একটি সূত্র নিশ্চিত করেছে উক্ত মনিরুজ্জামান ওরফে মন্টেজ শাহ এর আগেও স্কুল নির্মাণ ঠিকাদারের নিকট চাঁদা দাবী করেছিল। যা স্থানীয় শালিসে নিস্পত্তি হয়। একাধিক সূত্র তার বিরুদ্ধে মাদক সেবন এবং মাদক ব্যবসায়ের শেল্টারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে । মন্টেজ শাহ এই কাজগুলো নিবৃঘ্নে করে যাচ্ছে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে বলে জানা গেছে।
মন্টেজ শাহ ছাত্রলীগের সভাপতি বলে নিজেকে পরিচয় দেন। তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন । তার ভাষায় স্থানীয় কৃষকদের দাবী দাওয়া নিয়ে এ এন্ড এ ব্রিকস ফিল্ডে অনেকের সাথেই কথা কাটাকাটি হয় বলে জানায় সে।
এই দিকে বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি বলেন, মন্টেজ শাহ ছাত্রলীগের সভাপতি, তবে সে চন্দনবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অভিযোগের বিষয়টি তার জানা নেই, তিনি ঢাকার বায়রে থাকার ফলে, বিষয়টি নিয়ে বলতে পারবেন না বলে জানান।
জিডির বিষয়ে কথা হলে বোদা থানা নিশ্চিত করে, তারা তদন্তপূর্বক ব্যবস্থা নেবে।