আজ সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১২:৫৬ পূর্বাহ্ন
প্রতিনিধি রিপোর্ট –
রাজধানীর দক্ষিণখানে ময়লা বহঙ্কারী গার্বেজ ভ্যানের দখল নিয়ে সরকারদলের দুইগ্রুপের সংর্ঘষে আব্দুর রশিদ নামের নিহত ১ । সাংবাদিকসহ আহত বেশ কয়েকজন । ঘটনায় জানা যায় একটি অনলাইন টিভির ক্যামেরাও ভাংচূরের ঘটনা ঘটেছে এই সময় ।
বিস্তারিত জানা গেছে আওয়ামীলীগের জাপানী হান্নান এবং সোহেল রেজা গ্রুপের মধ্যে স্থানীয় বাসা বাড়ীর ময়লা অপসারনের ঠিকাদারী নিয়ে বাধে সর্ঘষ । এই নিয়ে গত কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছিল এই এলাকায় ।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় ,ঢাকা ১৮ আসনের নির্বাচনের পর একটি কূচক্রী মহল সর্বজন সাংসদ গুণী রাজনৈতিক ব্যক্তিত্ব আলহ্বাজ হাবিব হাসানের নাম ব্যবহার করে নানান স্থানে দখল বাণিজ্য শুরু করে । তার ধারাবাহিকতায় এই ময়লার গার্বেজ ভ্যান এর কন্ট্রাক্টারী দখলে নামে সোহেল রাজ নামের বিমান বন্দর থানার আওয়ামী লীগের সহসভাপতি ।
অন্যদিকে জাপানী হান্নান নামের আওয়ামী লীগের আরেক নেতা জাপানী হান্নান দীর্ঘদিন ধরেই একটি এনজিওর ছত্র-ছায়ায় উক্ত গার্বেজ ভ্যানের নিয়ন্ত্রণ করে আসছিল ।
ঘটনার সময় হান্নানের ময়লার ভ্যানকে বাধা দেয় সোহেল রাজের লোকেরা । ফলে শুরু হয় হামলা পাল্টা হামলা । এই হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয় এবং কয়েকজন আহত হয় বলে দক্ষিণখান পুলিশ সূত্রে জানা যায় ।
এই দিকে ডিউটি অফিসার জানান ,পুলিশ ঘটনাস্থলে রয়েছে । ফিরে এলে বলা যাবে মামলার বিষয়ে ।