আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

নিজেস্ব প্রতিবেদক

পঞ্চগড় জেলার বোদা থানার পুলিশ করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে বিধি না মেনে গনজমায়েতে কালীন আইন প্রয়োগ করে গ্রেফতারের নজির সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে প্রশাসন যখন বিভিন্ন বিধি- বিধান ও নিষেধাজ্ঞা আরোপ করে ঠিক সে সময়ে গণ জমায়েত হয়ে সরকারি বিধান ভঙ্গ করে জুয়া খেলার অপরাধে পঞ্চগড়ে ১৮ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় তাদের বিরুদ্ধে মামলার দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দিনগত রাত ১১ টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে সায়েদ আলীর বাড়ি থেকে জুয়া খেলার সময় বোদা থানা পুলিশ তাদের আটক করে। এসময় বাড়ির মালিক সায়েদ আলী পালিয়ে যায়।

আটককৃত জুয়ারি হলেন, সবুজ ইসলাম (২৫), আমিনুর ইসলাম (২৬), সেলিম (২৩), কাজল আলী (৩৬), রহিম (৩১), জাহিদ ইসলাম (২৫), বাবলু (৪০), রমজান আলী (২৫), রওশন আলী (২৫), বোজনন্দ (৩৫), আকতারুল ইসলাম (২৫), মামুন ইসলাম (২০), জাহেরুল ইসলাম (৩০), সুজন ইসলাম (২৫), শরিফুল ইসলাম (৩০), রফিক (৩৫), হৃদয় ইসলাম (২৪) ও ফারুক হোসেন (৩৮)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার অফিসার ইনচার্জ জনাব আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে ১০-১৫ জন পুলিশের একটি দল তাদের জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোন, জুয়া খেলার কার্ডসহ টাকা জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, ২৭১ ধারায় বলা হয়েছে, যেসব স্থানে সংক্রামক ব্যাধির প্রকোপ দেখা দিয়েছে, সে সব স্থানের সাথে অন্যান্য স্থানের যোগাযোগ সম্পর্কে, সরকার দ্বারা প্রণীত ও জারীকৃত কোন বিধি বা নিয়ম কোন ব্যক্তি যদি জ্ঞাতসারে অমান্য করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। এই ধারা ও নির্দেশনা মোতাবেক তাদের আটক করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ জনাব আবু সাঈদ চৌধুরি বলেন, করোনাকালিন এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে গণ জমায়েত হয়ে জুয়া খেলায় অপরাধে আটককৃত ১৮ জন জুয়ারির বিরুদ্ধে ২৭১ ধারায় মামলার প্রস্তুতি চলছে। আগামীতে যদি কেউ এই সরকারি নির্দেশনা অমান্য করে তবে তাদের বিরুদ্ধেও এই আইন কার্যকর করা হবে বলে তিনি জানান।
এইদিকে এমন করোনা আইন বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ায় পঞ্চগড় পুলিশ তথা বোদা থানার ওসি কে ধন্যবাদ দিচ্ছে সবায়।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :