আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
ডেক্স রিপোর্ট –
দেশের সুপরিচিত এবং বিজ্ঞ পত্রিকা সম্পাদক নাঈমূল ইসলাম খান সম্প্রতি মুনিয়া হত্যা নিয়ে তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। যাতে তিনি বর্তমানে কিছু সংবাদ পত্রে মুনিয়ার মূত্যু নিয়ে উদ্দ্যেশ্যেমূলক যে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে সেই বিষয়ে এই ফেসবুক স্ট্যাটাসে ফুটে উঠেছে। তা হুবুহু তুলে দেওয়া হলো –
নিকৃষ্টতম সাংবাদিকতা থেকে উদ্ধার চাই
নাঈমুল ইসলাম খান: [১] বাংলাদেশের সাংবাদিকতা অতি সম্প্রতি নোংরামির এক গভীর তলে পৌঁছেছে। এর জন্য নিজেকেও ভীষণ অপরাধী লাগছে, খুব লজ্জা লাগছে, ঘেন্না হচ্ছে। সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। মৃত মুনিয়ার কাছে, মুনিয়ার বোন তানিয়ার কাছেও।
[২] দেশ রুপান্তর এবং সময়ের আলো করেছে ক্ষমার অযোগ্য অপরাধ। বসুন্ধরা গ্রুপের সংবাদপত্র যে এই বিষয়ে কিছুই লিখছেনা, সেটা বরং অনেক ভালো।
[৩] বাংলাদেশের সাংবাদিকতাকে এই জঘন্য খাদ থেকে উদ্ধার করতে হবে আমাদেরই। এটা আমাদেরই দায়।
অনুলেখক: ফাহমিদা তিশা
রচনার তারিখ: ১ মে ২০২১