আজ বুধবার, ২৯ Jun ২০২২, ০৪:১৮ অপরাহ্
প্রতিনিধি –
রাজধানীর উত্তরায় অবস্থিত নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ এবং ১৩ নং সেক্টরে অবস্থিত দুইটি অবৈধ মেলা প্রশাসনের ইশারায় বন্ধ হয়েছে বলে জানা গেছে।
এইদিকে মেলার অনুমোদন এবং বন্ধ নিয়ে উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা জানান মেলা বন্ধ কোন অনুমোদন নেই এই মেলার, ফলে বন্ধ রয়েছে ।
অন্যদিকে ছাকিলের ঘনিষ্ট একটি সূত্রে জানায়, মেলা নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রশাসনের নির্দেশে মেলা বন্ধ রয়েছে।
অন্যদিকে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে। অবৈধ এই মেলা পুনঃরায় চালাতে ছাকিলসহ মেলা সংশ্লিষ্টরা প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু করেছে।
করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই মেলা চলছিল ঈদের পূর্ব থেকেই। এই নিয়ে সারাদেশ ২৪ ডটকম ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করলে ঈদের পর মেলা বন্ধ হয়। তবে এলাকায় বসবাসকারীরা জানান, নিজেদের মধ্যে বনিবনা না হলেই এই ভাবে মাঝে মাঝেই মেলা বন্ধ হয়। আবার অদৃশ্য ইশারায় পুনঃপুন তা চালু হয়। এখন অপেক্ষার পালা কতদিন তা বন্ধ থাকে।