আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২২ অপরাহ্

প্রতিনিধি –
রাজধানী থেকে লকডাউনের বিধিনিষেধের মধ্যেও চুপেচাপে দূরপাল্লার বাস চলাচ্ছে কিছু পরিবহন মালিক । এই চিত্র গভীর রাতে হলেও। কোথাও কোথাও চলছে রাখঢাক না রেখে স্বাস্থ্য বিধি না মেনে।
রাতে আব্দুল্লাহপুর বাস ষ্ট্যান্ড এর পাশ থেকে জাকির ও শান্ত পরিবহন নামের কয়েকটি পরিবহনকে দেখা গেছে দূরপাল্লার যাত্রী তুলতে।
এই পরিবহনগুলো ঢাকা থেকে রংপুর ঠাকুরগাও পঞ্চগড় যাতায়াত করছে। গতকাল সরেজমিন রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর বাস টার্মিনালে গিয়ে জাকির ও শান্ত গাড়ীর কাউন্টার থেকে এই পরিবহনের বাসে ঢাকায় আসা এক যাত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। যাত্রী নুরন্নবী জানালেন, তিনি ও তার এক সঙ্গী ঠাকুরগাও থেকে ঢাকায় এসেছেন। ঢাকায় আসার টিকিটও দেখালেন। তারা এবার যাওয়ার জন্য গতকাল বিকেলে উত্তরার আব্দুল্লাহ পুর এসেছেন।
গতকাল সরেজমিন গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বহু মানুষ বিকল্প যানবাহন মাইক্রো ও প্রাইভেটকারে নিজেদের গন্তব্যে যাচ্ছেন। কঠোর লকডাউনের খবর পেয়ে তারা ঢাকা ছাড়ছেন। লকডাউনে প্রকাশ্যে দূরপাল্লার বাসের চলাচল বন্ধ থাকায় তারা অস্বাভাবিক বেশি টাকার ভাড়া গুনে বিকল্প যানবাহনে ঢাকা ছাড়ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউনে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হলেও কিছু অসাধু পরিবহন মালিক সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ট্রাফিক পুলিশের সাথে বুঝাপড়ার মাধ্যমে গোপনে বাস চালাচ্ছেন। এর মধ্যে সাহানা পরিবহনের বাস রংপুর-ঢাকা রুটে চলাচলের টিকিট পাওয়া গেছে।
বিষয়টির বিস্তারিত অনুসন্ধানে পরিবহনে কাজ করেন এমনদের সাথে আলাপে জানা গেছে, এই অবৈধ যান চলাচলের জন্য ট্রাফিকের উত্তরার একজন এসিসহ কয়েকজন টিআই জড়িত রয়েছে। আর এই অবৈধ বাস চলাচলে গাড়ী প্রতি নেওয়া হচ্ছে মোটা অংকের অর্থ।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

রাজধানী ব্যপি ডিএমপি’র অগ্নি সর্তকতার অংশ হিসেবে উত্তরা পূর্ব থানার অভিযান। 

একজন আদর্শ পুলিশ কর্মকর্তার মানবিক হয়ে ওঠার গল্প ।

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :