আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৬ অপরাহ্

পর্যবেক্ষন রিপোর্টঃ

সরাদেশে বিএনপি কোনঠাসা পরিস্থিতিতে সাংগঠনিক দূর্বলতা আর নেতৃত্ব শূন্যতা বিরজমান হলেও নাটোর সিংড়ায় বিএনপির অবস্থা ছিল শক্তিশালী। বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে সারাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে সাংগঠনিক সফলতা হারিয়ে পরাজিত হলেও সারাদেশের তুলনায় সিংড়া বিএনপি নজিরবিহীন ভূমিকা দেখিয়েছে উপজেলা নির্বাচনে। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে সিংড়া বিএনপির পক্ষ থেকে আনারস প্রতিকে জননেতা সাবেক এমপি মোরহুম এড্য,আবুল কালাম আজাত সহ পুরো প্যানেল বিপুল ভোটে জয়ী হয়। জানা যায়, মোরহুম আলহাজ্ব শাহীনুর রহমামন শামীম আল রাজী ও এ্যড, আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সেময় সিংড়ায় বিএনপির নেতৃত্ব অটুট ছিল। দলীয় সূত্রে জানা যায় ২০১৫ সালের ২৩ আগষ্ট এ্যড, আবুল কালাম আজাদ ও ২০১৮ সালে ৭ই জানুয়ারী মেয়র শামীম আল রাজীর মৃত্যু হলে পর পর দুই নেতার মৃত্যুতে একেবারেই বেহাল অবস্থা পড়ে উপজেলা বিএনপি। তবে ঐ দুই নেতার মৃত্যুর পর সিংড়ায় বিএনপি কোন নির্বাচনেও জিততে না পারলেও লেয়াজু মেন্টেন করে রাতারাতি নেতা হয় দাউদার মাহবুব। সর্বশেষ নির্বাচনে জাতীয় নির্বাচনে নানা নাটোকিয়তার সাথে নাটোর ৩ আসনে ধানের শীষে নোমিনেশন দেয়া হয় তাকেই। সিংড়া বিএনপির এক পোলিং এজেন্ট নাম না বলাশর্তে বলেন, তিনি নিজের ভোট নিজেই দেনি। এবিষয়ে তৃনমূলে নিরব ক্ষোব আর হতাশা দেখা দিলে শুরু হয় সিংড়া বিএনপির বেহাল অবস্থা। নাটোরের প্রবীন নেতৃবৃন্দর সাথে কথা বলে জানা যায়, সিংড়ায় বিএনপির ১২ ইউনিয়ন আহবায়ক কমিটির তালিকায় ২ সদস্য বিশিষ্ট কমিটি দেখে হতাশ হয়েছে জেলা বিএনপি। তবে বর্তমানে সেই অবস্থা থেকে কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে নিতে কিছু তরুন নেতৃত্ব কাজ করতে। মাঠে রাজনৈতিক ইমেজ ফেরানোর জন্য দরকার সামাজিক ও রাজনৈতিক ভাবে একজন বলিষ্ঠ নেতৃত্ব। বর্তমানে ক্ষমতাশীন দলের মন্ত্রী সভার আইসিটি প্রতি মন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক সিংড়ার ৩ আসনের এমপি সেই ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে বিরোধী দলীয় ভূমি কায় কেন্দ্র খুজছে বলিষ্ঠ নেতা। সেই ক্ষেত্রে এলাকা বাসীর কাছে গ্রহন যোগ্য যায়গায় আমিনুল ইসলাম কুহেল। একজন সৎ ও সফল ব্যাবসায়ী হিসাবে জনপিয় এই সমাজ সেবক ব্যাক্তিত্ব হিসাবে পরিচিত এই কুহেল বিএনপির উন্নতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামি সহ সভাপতি। তবে এ বিষয়ে বিএনপি নেতা কুহেল গণমাধ্যমকে বলেন,,সিংড়া আমার জন্মস্থান এখান কার মাটি ও মানুষের প্রতি আমার অগাধ ভালোবাসা থেই আমার পথচলা। আমি উইলিংলী আমার সিংড়ার মাটি ও মানুষের পাশে আছি।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :