আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি –
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় গত ১২ ই নভেম্বর আনুমানিক দুপুর বেলায় মোঃ সুমন ওরফে জহির নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।
মামলার এফআইআর সূত্রে জানা যায়, বোদা এশিয়ান হাইওয়ের পাশে একটি পেট্রোল পাম্প এর সামনে দাড়ানো অবস্থায় বোদা থানার এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সুমনকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
অতপর উক্ত মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য বিরোধী আইনে একটি মামলা করা হয়। যার নম্বর – ৫১৯।
অব্যাহত মাদকের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু সাঈদ চৌধুরীর বক্তব্য চাইলে তিনি বলেন, যতক্ষণ বোদা থেকে মাদক নির্মূল না হবে ততক্ষণ অভিযান অঅব্যাহত থাকবে। আমরা মাননীয় পুলিশ সুপার জনাব ইউসুফ আলী স্যারের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান চালিয়ে যাব ।