আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন
প্রতিনিধি –
ঢাকা নগরীর উত্তরায় আব্দুল্লাহপুর ও টঙ্গীর মহাসড়কে সংযুক্ত বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন সড়ক যা উলুখলা,আটিপাড়া সড়ক নামে পরিচিত। এই কুতুবউদ্দিন সড়কের মূল ফোটক হতে কোটবাড়ির রেল ক্রসিং এর দুই পার্শ্বে পানি উন্নয়ন বোর্ডের খালি জায়গা ঘিরে গড়ে উঠেছে ২৫০/৩০০ টি দূশ্যমান দোকান। ইতিপূর্বে একাধিক গণমাধ্যমে চাঁদাবাজ জাকিরের নামে নিউজ প্রকাশিত হয়। তথ্য সুত্রে জানা যায় “চাঁদাবাজ জাকিরের খুঁটির জোর কোথায়” শিরোনামে একটা নিউজ প্রকাশিত হয় বিবিসি নিউজ ২৪.কমে এবং ফলোআপ নিউজের তথ্য সংগ্রহের জন্য আব্দুল্লাহপুরে অবস্থান কালে বিবিসি নিউজ ২৪.কমের প্রতিনিধি মোঃ ইজাজুল হককে পূর্বের নিউজের জের ধরে ফুটপাতের চাঁদাবাজ কথিত যুবলীগ নেতা মোঃ জাকির তাকে হুমকি ধামকি দেন এবং শারীরিক আঘাত করার চেষ্টা করেন। সু-বিচারের দাবিতে ইজাজুল হক উত্তরা পূর্ব থানায় একটি অভিযোগ দাখিল করেন।
এই অভিযোগ নিয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত পূর্ব ব্যবস্থা নেব।
এই ঘটনার পর সাংবাদিক এজাজুল চাঁদাবাজ জাকিরের হামলার আতংকে রয়েছেন বলে সারাদেশ ২৪ডটকম কে জানান। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার দাবী করেন।