আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি –
রাজধানী ঢাকার রামপুরায় বাজারে বাস থেকে ফেলে দেওয়ায় মাঈনুদ্দিন নামের এক সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ১০টি বাসে আগুন দিয়েছে বলে জানা গেছে ।
সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে অনাবিল বাসের হেলপার তর্কে জড়িয়ে পড়ে। পরে তাকে ধাক্কায় দিলে, রাস্তায় পড়ে যায় সে। এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মঈনুদ্দিন এর মৃত্যু হয়।
এতে বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ১০ টি বাস অগ্নিসংযোগ ও ভাংচুর করে।
নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাবা একজন চা বিক্রেতা। এই ঘটনায় পরিবারটিতে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধুরা বলছে মাঈনুদ্দীনের এস এস সি রেজাল্ট পেয়ে আরো করুণ হয়ে পরবে পরিবারটি। তাদের বন্ধুর রেজাল্ট থাকবে কিন্তু সে থাকবে না।