আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
প্রতিনিধি –
পঞ্চগড় জেলার বোদা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী পেলেন বিপ্লবী জনতা নামের একটি পত্রিকার বাৎসরিক এওয়ার্ড।
পরিকা সূত্রে জানা যায় সারাদেশে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শাখায় এই এওয়ার্ড দেওয়া হয়।
প্রতি বছর সর্বমোট ১০ জনকে দেওয়া এই এওয়ার্ড। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী পেয়েছেন মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় অবদানের জন্য।
এই দিকে বিপ্লবী জনতা নামের অনুরুপ লোগো সম্বলিত একটি ফেসবুক পেইজ সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে যা দেখে অনেকেরই বিভ্রান্ত হচ্ছে এবং প্রশ্ন তুলছে। যদিও পত্রিকা কর্তৃপক্ষ বলছেন পেইজটি তাদের নয়।
পুরুষ্কার প্রাপ্তিতে অনুভূতি জানতে চাইলে আবু সাঈদ চৌধুরী জানান, কাজের স্বীকৃতি হিসেবে এমন প্রাপ্তি কাজের গতিকে আরো বেগবান করবে। এই পুরুষ্কার পাওয়ার যোগ্যতা অর্জনে যিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের মাননীয় এসপি মহোদয় স্যার । তার যোগ্য নির্দেশনা শুধুমাত্র পালন করছি আমি।
এই প্রাপ্তি বোদা তথা পঞ্চগড় পুলিশ বাহিনীর অর্জন বলে তিনি মনে করেন।
উল্লেখ্য যে, আবু সাঈদ চৌধুরী বোদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে। এই থানায় আইন শৃংখলা পরিস্থিতির সাথে সাথে মাদকের বিরুদ্ধে সাড়াশী অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন। তার প্রায় সবগুলো অর্জনকে খুব কাছ থেকে দেখেছে সারাদেশ২৪ডটকম ।