আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন

নাটকের পাশাপাশি সিনেমায়ও সমানতালে অভিনয় করছেন ফারজানা ছবি। পাশাপাশি বিজ্ঞাপনেও উপস্থিতি রয়েছে তার। বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটকের কাজ নিয়ে। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে

কথা বলেছেন তিনি।

* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

** একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি। এটির নাম ‘বউ বিরোধ’। পরিচালনা করছেন সোহাগ কাজী। নাটকটি প্রতিদিন নাগরিক টিভিতে প্রচার হচ্ছে। প্রতি মাসেই এটির শুটিং করতে হয়।

* আপনাকে ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায়। কেন?

** আমি সব সময় গল্পপ্রধান ধারাবাহিক নাটকে অভিনয় করি। আর ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রতি আমারও বিশেষ আগ্রহ আছে। তাই এ ধরনের নাটকে বেশি দেখা যায়। বর্তমানে কায়সার আহমেদের পরিচালনায় ‘বকুলপুর-২’ নামের আরেকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছি। এটিও প্রতিদিন দীপ্ত টিভিতে প্রচার হয়।

* ঈদের নাটকে অভিনয়ের খবর কী?

** এরই মধ্যে কয়েকটি একখণ্ড ও ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছি। হাতে রয়েছে আরও কয়েকটির কাজ। গত বছরের চেয়ে এবার ঈদের নাটক নির্মিত হচ্ছে বেশি। কারণ এবার করোনার প্রকোপ নেই বললেই চলে। এ সময়টাকে তাই সবাই কাজে লাগাচ্ছে। তাই আশা করছি আগামী ঈদ জমজমাট হবে।

* সিনেমায়ও তো অভিনয় করছেন…

** আপাতত সিনেমার শুটিংয়ের ব্যস্ততা নেই। কিছুদিন আগে অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ এবং অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘মা’ নামের দুটি সিনেমার শুটিং শেষ করেছি। সম্প্রতি দুটি সিনেমারই ডাবিংয়ের কাজ শেষ করেছি কয়েকদিন আগে। এ ছাড়া সম্প্রতি গৌতম কৈরীর পরিচালনায় ‘বঙ্গমাতা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও করেছি। ঈদের পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হব।

 
 
 

আরও পড়ুন

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

বাংলাদেশী সিনেমার সালতামামি আশির দশক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

 

Top
ব্রেকিং নিউজ :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com