আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

১৯৯৮ সালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চিত্রনায়ক সোহেল চৌধুরী।

২৪ বছর পর সেই হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এতো দীর্ঘ সময় পর বাবার হত্যাকারী অন্যতম আসামিকে গ্রেফতারে সেভাবে মুখ খুলেননি সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া।

এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। তবে আশিষ রায় গেফতারের পর নিজের ফেসবুকে ছোট্ট একটি লাইন লিখেছেন লামিয়া।

যদিও সেখানে বাবা কিংবা খুনির গ্রেফতারের কোনো প্রসঙ্গ টানেননি তিনি। সরাসরি এ বিষয়ে কিছুই লেখেননি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কালজয়ী একটি গানের প্রথম লাইন লিখেছেন।

বুধবার ফেসবুকে লামিয়া লিখেছেন, ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।’

তার এই এক লাইনের স্ট্যাটাসই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে।

অনেকের ধারণা, এতোদিন পর বাবার হত্যাকারী অন্যতম আসামির গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন লামিয়া। তাই সে কথা জানাতেই বাবার উদ্দেশে চিঠিটি পাঠিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ভালো আছেন তিনি।

অবশ্য অনেকের মতে, মা চিত্রনায়িকা দিতির উদ্দেশ্যেও লেখা হতে পারে লামিয়ার চিঠি।

সোহেল-দিতি দম্পতির এক ছেলে ও এক মেয়ে। ছেলে শাফায়েত চৌধুরী এ ব্যাপারে একেবারেই নিশ্চুপ। কোথাও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকাই সিনেমার তারকা জুটির মেয়ে লামিয়া চৌধুরী পড়াশোনা করেছেন কানাডায়।

টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। দিতির মৃত্যুর পর ২০১৬ সালে তার ইচ্ছা অনুযায়ী ‘দুই পুতুল’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন লামিয়া। এরপর আর নিয়মিত দেখা যায়নি তাকে।

বর্তমানে ঢাকাতেই বসবাস করছেন লামিয়া। ফেসবুকে একটি পেইজ খুলে ফাস্টফুড সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

অন্যদিকে, কানাডার রিয়ারসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদাল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন শাফায়েত।

গত বছরের মাঝামাঝি নেদাল্যান্ডসের এক তরুণীকে বিয়ে করে স্থায়ীভাবে আমস্টারডামে বসবাস করছেন শাফায়েত।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে বনানীর এক ক্লাবের সামনে সন্ত্রাসীদের হাতে খুন হন সোহেল চৌধুরী। ২০১৬ সালে ক্যান্সারে মা দিতিকে হারান তারা।

মঙ্গলবার রাত ১১টার দিকে গুলশানের বাসা থেকে সোহেল হত্যাকাণ্ডেরন এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।

 
 
 

আরও পড়ুন

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

বাংলাদেশী সিনেমার সালতামামি আশির দশক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

 

Top
ব্রেকিং নিউজ :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com