আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে কৃষকের প্রায় ১০ একর আবাদি জমির বোরো ধান।

ভাটার মালিকপক্ষ এ ক্ষতিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছে বলে দাবি করলেও কৃষি অফিস জানায়, প্রাকৃতিক দুর্যোগে নয় ইটভাটার বিষাক্ত গ্যাসের তাপে পুড়ে গেছে ওইসব জমির ধান।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী কিশামতবানু এলাকায় অবস্থিত ওয়ারেস ব্রিকস ইটভাটার চুল্লি থেকে গত বুধবার রাতে বের হওয়া গ্যাসে পুড়ে গেছে ওই এলাকার অন্তত ১০ একর জমির ধান ও ফলসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সরেজমিন দেখা যায়, ইটভাটা থেকে যত দূর চোখ যায় প্রায় সব জমির ধান পুড়ে সাদা রঙ ধারণ করেছে৷ হঠাৎ উঠতি ফসলের এমন ক্ষতিতে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন৷

এ সময় গোলাপ উদ্দিন (৬০) নামে এক কৃষক জানান, ধারদেনা করে তিনি ১৬ শতাংশ জমিতে ধান বুনেছিলেন। ফসলও ভালো হয়েছিল। আশা ছিল এ ধান দিয়ে সারা বছর পেটের ভাত চলবে। কিন্তু হঠাৎ পার্শ্ববর্তী ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেল সে স্বপ্ন।
শুধু গোলাপ উদ্দিন নয় ওই এলাকার আব্দুস সালাম, অহিজল হক, আ. রাজ্জাক, একরামুলসহ ৩০-৩৫ জন কৃষকের প্রায় ১০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রামের আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ ও ফল বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে।

ইটভাটার গ্যাসের কারণে ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে ইটভাটার ম্যানেজার জাহিদ হোসেন বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগের পুড়ে গেছে। আর যদি গ্যাসেও পুড়ে যায়ও তা হলে সেটি আমরা আর কৃষকরা বুঝব। আপনারা এখানে কি করতে আসছেন বলে সাংবাদিকদের ধমক দেন তিনি।

এ বিষয়ে জানতে ওয়ারেস ব্রিকসের মালিক ওয়ারেস আলীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসে ওই এলাকায় ধানের ক্ষতি হয়েছে। কৃষকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতি নিরুপণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
 

আরও পড়ুন

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি।

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন।

মেট্রোপলিটন প্রেস ক্লাব এর স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল।

উত্তরায় সেই চাঁদাবাজ আলীরাজ গ্রেফতার। 

‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক ঐতিহ্য বিনির্মাণ ‘ শীর্ষক আলোচনা সভা রয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত।

রাবিয়ান উত্তরার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত। 

রাজধানীর দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিন এর নেতৃত্বে অগ্নি সর্তকতা মূলক অভিযান। 

উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ব্রিক ফিল্ডে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ড, থানায় অভিযোগ –

চলছে পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান।

পঞ্চগড়ের মাদক রুট বন্ধে সফল অভিযান চলছে বোদা উপজেলায়

মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহত পঞ্চগড়ের বোদা উপজেলায়

গাজা উদ্ধার, গাজার ব্যাপারী ( পাইকার) গ্রেফতার

বিমানবন্দর ৩ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

উওরখানে সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ফ্যাক্টরিতে সয়লাব

পঞ্চগড় জেলাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ

 

Top
ব্রেকিং নিউজ :