আজ মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫২ অপরাহ্
চীনে আবারও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। কড়া লকডাউনের মধ্যেও সাংহাইয়ে রোববার একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ।
নতুন করে লকডাউন ঘোষণার পর একদিনে তিনজনের মৃত্যু হয়েছে সেখানে। খবর বিবিসির।
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিতের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অপেক্ষাকৃত কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক।
সাংহাই প্রশাসন জানায়, ১০ দিনের নবজাতক থেকে ১০০ বছর বয়সি বৃদ্ধ- ওমিক্রন থেকে কেউই রক্ষা পাচ্ছেন না।
গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দু’জনের করোনায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এর কিছু দিনের মধ্যে কড়া লকডাউনের পথে হাঁটে প্রশাসন। তার পর এই প্রথম এক সঙ্গে তিনজনের মৃত্যুর খবর দিল প্রশাসন।
জানা গেছে, মৃতদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে। এই পরিস্থিতিতে কড়া লকডাউন জারি রাখছে সাংহাই প্রশাসন।
অন্য দিকে বেশ কিছু আবাসনকে ‘সেফ হোম’ করা নিয়ে আমজনতার ক্ষোভও বাড়ছে। আড়াই কোটি সাংহাইবাসীর পর্যায়ক্রমে করোনা পরীক্ষা করছে প্রশাসন। তবু সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না।