আজ রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
যৌতুক একটি সামাজিক ব্যাধি, প্রতিনিয়ত আমাদের দেশে যৌতুকের দাবীতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। নানাবিধ আইন করে থামানো যাচেছ না এই ব্যাধি। যৌতুকের দাবিতে পঞ্চগড়ে এক গৃহবধুকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার তেপুকুরিয়া হাজিপাড়া গ্রামে গত ০৫-০৩-১৯ ইং তারিখে মো: আনিছুর রহমান এর সাথে মরিয়ম এর বিবাহ হয়। মেয়ের সুখের জন্য স্বামীকে মেয়ের পরিবার ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা প্রদান করে। কিছু দিন পর তাদের পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। মেয়েটির নাম তাসনিন বয়স (১৮ মাস)। নানা সময় তার স্বামী যৌতুকের টাকার জন্য তাকে মারধর করত । কিন্তু মরিয়ম তার মেয়ের মুখের দিকে তাকিয়ে সেগুলো সহ্য করত। গত ২০.০৪.২০২২ইং তারিখে ০৪.০০ টার দিকে মরিয়মের কাছে ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা দাবী করে মরিয়মের স্বামী মো: আনিছুর রহমান ও তার পরিবার। টাকা দিকে অস্বীকৃতি জানায় মরিয়ম তাতে ক্ষিপ্ত হয়ে মরিয়মের গলা চেপে ধরে পাষন্ড স্বামী মো: আনিছুর রহমান। হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে ০৫.০০ টার দিকে মরিয়মকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আনিছুরের পরিবারের সদস্যরা তাকে নিয়ে আনিছুর এর দোকানে যায় এবং ইফতারী বলে কিন্তু ইফতারীর সাথে আগেই তারা বিষ মিশিয়ে ছিল। সেই ইফতারী খেয়ে মরিয়ম অসুস্থ হয়ে পরে । তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভতি করায় কিন্তু পরে মরিয়মের পরিবার উন্নত চিকিৎসার জন্য ঠাঁকুরগাও আধুনিক হাসপাতালে ভতি করেন । এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা আসামী গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফাতেরর চেষ্টা চলছে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে।